26 C
Dhaka
শুক্রবার, ৭ মে ২০২১, | সময় ৯:১৮ পূর্বাহ্ণ

ভারতে রেকর্ডের পর রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৯২ হাজার।

গত কয়েকদিনে দেশটির করোনাচিত্র প্রায় একই রকম। আক্রান্ত ও মৃত্যু প্রায় প্রতিদিনই বাড়ছে বা সামান্য কিছু কমছে। কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহতা হ্রাস পাওয়ার কোনো লক্ষণ নেই।

একদিন আগেই দেশটিতে প্রথমবারের মতো সংক্রমণ ছিল ৪ লাখের বেশি। একদিনের ব্যবধানে এই সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার। তবে এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৬৮৯ জন। যা একদিন আগের চেয়ে সামান্য বেশি। একদিন আগেই দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ১ হাজার ৯৯৩ এবং মারা গেছে ৩ হাজার ৫২৩ জন।

এদিকে গতকাল শনিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত মাসে জাতির উদ্দেশে এক ভাষণে মোদি বলেছিলেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশটিতে ঝড়ের মতো আঘাত করেছে।

আরও পড়ুন...

করোনা: আবারও লকডাউনের পথে ইতালি

Al Mamun Sun

যুক্তরাজ্যে দ্বিতীয় দফায় ‘ভয়াবহ সংক্রমণের শঙ্কা’, মৃত্যু হতে পারে লক্ষাধিক

Staff correspondent

গরু ডিম পাড়ে আর গাছে ধরে চিজ, বিশ্বাস যে দেশের ছাত্রদের

Staff correspondent
bn Bengali
X