30 C
Dhaka
সোমবার, ২১ জুন ২০২১, | সময় ৮:১০ অপরাহ্ণ

সিলেট-ঢাকা সড়কের দক্ষিণ সুরমার সাত মাইলে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২, আহত ৮

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি। 

সিলেট-ঢাকা সড়কের  দক্ষিণ সুরমা উপজেলার রশীদপুর সাত মাইল নামক স্থানে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও  ৮ জন আহত হয়েছেন।(
অদ্য (১৬মে) রোববার বেলা আনুমানিক সোয়া ২টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের লকাল বাস সিলেট -ঝ-১১-০৬৮২ এবং প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১৫-৩৭২৮ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উলটে যায় এবং প্রাইভেট কারের সামনের অংশ ভেঙে রাস্তার মধ্যে পড়ে থাকে। 

ঘটনাস্থলে একজন মহিলা এবং হাসপাতালে নেয়ার পথে একজন পুরুষ মারা যান। এই ঘটনায় প্রায় ৮/১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন...

জুয়াড়িদের ক্যাসিনো ছেড়ে কৃষিকাজে যুক্ত হওয়ার আহ্বান জানালেন কৃষিমন্ত্রী

Staff correspondent

ভূরুঙ্গামারীতে বিএসএফের গুলিতে যুবক নিহত!

Staff correspondent

ভোলায় মাহেন্দ্রা ও অটোবোরাক চালক ও শ্রমিকদের ত্রানের দাবীতে মানববন্ধন

Staff correspondent
bn Bengali
X