30 C
Dhaka
সোমবার, ২১ জুন ২০২১, | সময় ৬:৫৭ অপরাহ্ণ

সংসার ভাঙল নায়িকা মাহিয়া মাহির

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। 

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের হওয়ার খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন। 

এ প্রসঙ্গে শনিবার দিনগত রাতে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছুই জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়। 

প্রসঙ্গত সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির।

আরও পড়ুন...

গীতিকার আবুল হোসাইন এর কথায় সাঈদ হেরার “প্রিয়জন”

Staff correspondent

প্রেমিকার ছবি শেয়ার করলেন শ্রাবন্তীর ছেলে

Al Mamun Sun

এবার পুরুষের নগ্ন ভিডিও করে সমালোচনায় মিথিলা

Al Mamun Sun
bn Bengali
X