30 C
Dhaka
সোমবার, ২১ জুন ২০২১, | সময় ৭:১৬ অপরাহ্ণ

বিশ্বকাপ আমিরাতে, আয়োজক ভারত!

অনলাইন নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ সভায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাতে হবে তারা বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত কিনা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আইসিসির বোর্ডসভায় বিসিসিআইয়ের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হলেও বোর্ড মিটিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আমিরাত বা ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে ভারতের কোনো সমস্যা নেই; যদি আয়োজক স্বত্ব ভারতকে দেওয়া হয়।

বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে করোনার মধ্যে বাড়তি ঝুঁকি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বায়ো-বাবলের মধ্যে থেকেও করোনা আক্রান্ত হয়ে পড়েন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটার। অবস্থা বেগতিক দেখে মাঝপথে আইপিএল বন্ধ করতে বাধ্য হয় ভারত।

আইপিএলের মতো বিশ্বকাপে যাতে এমন সমস্যায় পড়তে না হয় সেজন্য আগে থেকেই সরে দাঁড়াল ভারত। আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনে রাজি বিসিসিআই।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন...

বিচারককে আঘাত করে বহিষ্কৃত জোকোভিচ

Al Mamun Sun

নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ দল

Al Mamun Sun

স্টুয়ার্ড ব্রডের গতিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

Staff correspondent
bn Bengali
X