29 C
Dhaka
সোমবার, ২ আগস্ট ২০২১, | সময় ১০:১৪ অপরাহ্ণ

গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই টিকা পাবেন পোশাক শ্রমিকরা

অনলাইন নিউজ ডেস্ক:

গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন। তবে এনআইডি সাথে রাখতে হবে। শনিবার (১৭ জুলাই) এমনটি জানিয়েছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, আগামীকাল রবিবার (১৮ জুলাই) থেকে নতুন এ পদ্ধতিতে টিকা দেওয়া হবে।গাজীপুর মহানগর এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ও শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসাপাতাল টিকা কেন্দ্রে মর্ডানার ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। পরবর্তীতে এ ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র বাড়ানো হবে।

গাজীপুরের জন্য মোট ৬৪ হাজার ডোজ মডার্নার টিকা এসেছে। মডার্নার এসব টিকা প্রথমে শুধু গাজীপুর মহানগরের বাসিন্দাদের মধ্যে প্রয়োগ করা হবে।

এছাড়া ইতিপূর্বে আসা সিনোফার্মার ৪৮হাজার ভ্যাকসিনের কয়েক হাজার ভ্যাকসিন নার্স, মেডিকেলের শিক্ষার্থীসহ সম্মূখ সারির লোকদের প্রয়োগ করার পর বাকিগুলো মহানগরের বাইরে উপজেলাগুলোর বাসিন্দাদের প্রয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন...

ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাক কারখানা।

Al Mamun Sun

নামাজ না পড়লে বেতন কাটার নোটিশ তুলে নেওয়া হলো

Staff correspondent

গার্মেন্টস খোলার বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Al Mamun Sun
bn Bengali
X