30 C
Dhaka
সোমবার, ২ আগস্ট ২০২১, | সময় ৮:৩০ অপরাহ্ণ

গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

অনলাইন নিউজ ডেস্ক:

করোনার টিকা নেয়ার জন্য মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি। টিকা নিয়েছেন গাড়িতে বসেই।

সোমবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিকাল ৪টার দিকে খালেদা জিয়া টিকা নেন। এর আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যান।  এ সময় অসুস্থতার কারণে খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। চিকিৎসকদের পরামর্শে গাড়িতেই তাকে টিকা দেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, এই হাসপাতালে মডার্নার টিকা পাওয়া যাচ্ছে। ম্যাডামকে সেই টিকাই দেওয়া হয়েছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন

আরও পড়ুন...

আজ আজমপুরে প্রচারণা চালাবেন তাবিথ, কমলাপুরে ইশরাক

Staff correspondent

ঝালকাঠিতে জাতীয়তাবাদী দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

Staff correspondent

মেয়র সাদেক হোসেন খোকাকে নিয়ে অজানা কিছু তথ্য

Staff correspondent
bn Bengali
X