31 C
Dhaka
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, | সময় ৪:৪৪ অপরাহ্ণ

করোনায় আরও সাত মৃত্যু,নতুন শনাক্ত ৬৪৫ জন।

অনলাইন নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাত জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৫৪ জন। আজ নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৩০২ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন...

গত ২৪ ঘন্টায় আরও ২৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Al Mamun Sun

১৮ মার্চ থেকে সারাদেশে দেয়া হবে হাম-রুবেলার টিকা

Staff correspondent

সার্টিফিকেট বাণিজ্য বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মনিটরিং হচ্ছে : শিক্ষামন্ত্রী

Staff correspondent
bn Bengali
X