29 C
Dhaka
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, | সময় ৭:২৯ পূর্বাহ্ণ

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আন্তর্জাতিক বাজার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির কারণে দেশে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বাড়ছে।

রবিবার (১৭ অক্টোবর) ঢাকা চেম্বার অডিটোরিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছি। যেসব পণ্যের দাম বেড়েছে বলে কথা বলা হচ্ছে, যেমন-তেল, চিনি। প্রত্যেকটা পণ্যের দাম আন্তর্জাতিক পর্যায়ে বেড়েছে। তাই আমাদের দেশে এর প্রভাব পড়েছে। দাম নিয়ন্ত্রণ রাখতে গরিব কিংবা স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে কম দামে পণ্য বিক্রির চেষ্টা করছি।

পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেঁয়াজে আমাদের ২০ শতাংশ ঘাটতি রয়েছে। যার ৯০ শতাংশ আমরা ভারত থেকে আমদানি করে পূরণ করি। ভারত যখন দাম বাড়িয়ে দেয়, তখনই আমাদের দেশে তার প্রভাব পড়ে। মিসরসহ অন্যান্য দেশ থেকে আমদানি (পেঁয়াজ) করাটা অনেক সময়ের ব্যাপার, অনেক সময় আমদানিকালে পথে পচে যায়। এ বিষয়টি সবাইকে বুঝতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

করোনায় আরও দুই মৃত্যু,নতুন শনাক্ত ২৩৫ জন

Al Mamun Sun

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনায় আক্রান্ত

Staff correspondent

বাসা-বাড়িতে ফের গ্যাস সংযোগের সুখবর

Staff correspondent
bn Bengali
X