27 C
Dhaka
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১, | সময় ২:৪৯ অপরাহ্ণ

করোনায় আরও তিন মৃত্যু,নতুন শনাক্ত ২৮৪ জন।

অনলাইন নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৯৫৮ জন। এ সময় নতুন করে আরও ২৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়  ১৯ হাজার ৫৬৮ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। এ সময় নতুন করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

উল্লেখ্য,গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর দশ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন...

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসের সম্ভাবনা

Staff correspondent

এবার একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক

Al Mamun Sun

ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Ibrahim Khalil
bn Bengali
X