30 C
Dhaka
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, | সময় ৮:৫২ পূর্বাহ্ণ

মোংলায় মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত

বিশেষ প্রতিনিধি:


মাটি কাটা নিয়ে মোংলায় প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরতর। তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হচ্ছে। বুধবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের কোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত নিতাই রায় বলেন, আজ সকালে কোলাবাড়ী এলাকায় নদীর চরে মাটি কাটার সময় সুন্দরবনের সাবেক দস্যু বেল্লাল সর্দারের লোক দিনোবন্ধু ও তার ছেলে  মিঠুন আমাদেরর ওপর হামলা চালায়। এসময় নিতাই রায়ের বৃদ্ধ বাবা অনিল রায়ের (৭০) মাথায় কোদাল দিয়ে আঘাত করে মিঠুন। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ। পরে তাকে নিয়ে হাসপাতালে আসার সময় মিঠুন ও তার বাবা দিনোবন্ধু ক্ষিপ্ত হয়ে আবারও হামলা চালায়। 
এসময় গুরুতর আহত অনিল রায়ের ছেলে নিতাই রায় (৩৫), শ্যামল রায় (৩০), ছেলে বউ মিনতি রায় (৩৫) ও কনিকা রায় (৩০) আহত হন। 
এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইশারাত ফকির বলেন, হামলার খবর শুনে হাসপাতালে ছুটে আসি। হামলাকারী মিঠুন সুন্দরবনের সাবেক দস্যু বেল্লাল সর্দারের পাওয়ারে এলাকায় ত্রাস করছে। প্রতিদিনই সে এলাকায় গন্ডগোল করছে। তার বিচার দাবি করেন এই মেম্বার।
এব্যাপারে মিঠুনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...

সন্দ্বীপ জগন্নাথ দেবালয় আখড়া মন্দিরের সাবেক যুগ্ন সম্পাদক মাখন লাল মালাকারের স্মরন সভা অনুষ্ঠিত

Al Mamun Sun

ঝিনাইদহে আগামী কালের ১৫টি ইউপি নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান

Al Mamun Sun

রাণীশংকৈলে ২ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

Al Mamun Sun
bn Bengali
X