37 C
Dhaka
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, | সময় ৪:৫০ অপরাহ্ণ

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্তের দী‌ঘিরপাড় এলাকা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বিদেশি ৪‌টি অস্ত্র, ৮টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গু‌লিসহ দুই যুবক‌কে আটক ক‌রে‌ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬ (র‌্যাব)।

আটককৃতরা হ‌লো, বেনা‌পোল পু‌টখালী গ্রামের আব্দুল ম‌মিনের ছে‌লে আ‌জিজুর রহমান ও একই এলাকার আঃ কা‌দে‌রের ছে‌লে আব্দুল্লাহ।

র‌্যাব-৬ এর পরিচালক লে. ক‌র্ণেল মুহাম্মাদ মোসতাক আহ‌মদ জানান, অস্ত্র পাচারের গোপন তথ্য ছিল র‌্যা‌বের কাছে। এমন তথ্যের ভিত্তিতে বেনা‌পোল দী‌ঘিরপাড় এলাকার এক‌টি ফি‌লিং স্টেশ‌নের সাম‌নে ওঁৎ পেতে থাকে র‌্যাবের একটি দল। পরে, র‌্যা‌বের উপ‌স্থি‌তি দে‌খে ওই দুই যুবক পালা‌নোর চেষ্টা ক‌রে। এ সময় তাদেরকে আটক করা হয়। এবং তা‌দের দেহ তল্লাশী ক‌রে ৪টি বি‌দেশি অস্ত্র, ৮টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...

মোংলার পশুর নদীতে নৌকা ডুবে এক জেলে নিঁখোজ, সন্ধানে কোস্ট গার্ডের অভিযান

Al Mamun Sun

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Al Mamun Sun

কোম্পানীগঞ্জে গাঁজা-চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

Al Mamun Sun
bn Bengali
X