29 C
Dhaka
শুক্রবার, ২৬ মে ২০২৩, | সময় ১:৪৫ অপরাহ্ণ

পাঠশালার আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধি: 

তারুণ্যনির্ভর সংগঠন ‘পাঠশালা’ এর আয়োজনে আজ(২৩ ডিসেম্বর) শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,  কবিতা পাঠ ও ছোটদের গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে এই আয়োজন করা হয়।সংগঠনটি  সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ  উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠান আয়োজন করে।

মেরাইজ হোসেন লায়েসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম সহ আরো স্থানীয় প্রতিনিধিগণ। এসময় আরো উপস্থিত ছিলেন পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম, উপদেষ্টা সাদি মাহমুদ তামিম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জি এম হিরা বাচ্চু বলেন, পাঠশালার এই স্বেচ্ছাসেবী কাজ আমার কাছে খুব ভালো লাগে এবং তাদের ভবিষ্যতে যে  কোন কাজে সহযোগিতা কারার আশ্বাস দেন।

আয়োজনের শেষ অংশে  সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে পাঠশালা স্কুলের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করা হয়। শেষে  পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলামের  সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি  হয়। 

আরও পড়ুন...

জবি শিক্ষার্থী জীমের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

Al Mamun Sun

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Al Mamun Sun

বাসের ধাক্কায় জবি শিক্ষার্থী আহত

Al Mamun Sun
bn Bengali
X