30 C
Dhaka
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, | সময় ১২:৫৮ অপরাহ্ণ

পাথাইল কান্দী বাজারে চাউলের আড়ৎ চুরি

হাসান মাহমুদ, টাঙ্গাইল প্রতিনিধি ঃ

টাঙ্গাইলে ভূঞাপুরে পাথাইল কান্দী বাজারে মেসার্স  মামা ভাগ্নে চাউলের আড়ৎ চুরির ঘটনা ঘটেছে। 
চোর দোকানের ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে নগদ ৩ লক্ষ  টাকা চুরি করে নিয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী শহিদুল ইসলাম আকন্দ।
ভুক্তভোগী ব্যবসায়ী শহিদুল ইসলাম আকন্দ  বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার  রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে শুক্রবার  সকাল ৯ টায় দোকান খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে ক্যাশ টেবিলের ড্রয়ার গুলো বের করা। এছাড়া যাবতীয় খাতা এলামোলো ভাবে টেবিলের উপরে। সে দোকানের পিছনের গোডাউনে গিয়ে দেখতে পায় যে উপরের টিন কাটা। 
পাথাইল কান্দী বাজার বণিক সমিতির সদস্য ইলিয়াস হোসেন আকন্দ বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত প্রয়োজন অনুযায়ী ব্যাবস্থা নিব।

আরও পড়ুন...

নোয়াখালীতে ইউপি নির্বাচনে সহিংসতার আশংকায় স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন

Al Mamun Sun

মোংলায় হরিণের ৫ টি চামড়াসহ এক পাচারকারী আটক

Al Mamun Sun

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবকলীগের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

Al Mamun Sun
bn Bengali
X