রাফি আহমেদ জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাইয়ের ২য় পুনর্মিলনী আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
(শুক্রবার) ব্যবস্থাপনা বিভাগে অ্যালামনাই এসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার এমেল হক মোল্লার সঞ্চালনায় এসোসিয়েশনের সভাপতি রামেদুল ইসলাম পল্লব, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য একটি আয়োজক কমিটি গঠন করা হয়।
শেখ মোহাম্মদ আজহার আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়। এছাড়াও কমিটিতে ১০ জন সাবেক শিক্ষার্থীকে সদস্য করা হয়েছে। কমিটি আনুষ্ঠানিকভাবে আগামী ৭ জানুয়ারি থেকে ১৫০০ টাকা ফিয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারী ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন’র উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।