29 C
Dhaka
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, | সময় ১:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

হাসান মাহমুদ,টাঙ্গাইল প্রতিনিধি:

 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ছোট বটতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরে একটি ট্রাকে আগুন ধরে যায়।
আজ শনিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি ট্রাকের চালক ট্রাকে আটকে আছে। আগুনে ঝলছে গেছে তার শরীরের অধিকাংশ অংশ।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তখনই আগুন লেগে যায় একটি ট্রাকে।
 ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছেন, আটকে থাকা চালকের পুরো শরীর আগুনে পুড়ে ঝলছে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন...

ভাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী স্বপন গ্রেফতার

Al Mamun Sun

সীতাকুণ্ডে ট্রেনে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

Al Mamun Sun

নোয়াখালীতে ৬ বছর পর মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

Al Mamun Sun
bn Bengali
X