37 C
Dhaka
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, | সময় ৭:২৪ অপরাহ্ণ

লঞ্চ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জবি শিক্ষার্থী

রাফি আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) এক শিক্ষার্থী ঝালকাঠির লঞ্চ অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে।গত (বৃহস্পতিবার) রাত তিনটায় ঝালকাঠির সুগন্ধা  নদীর মাঝখানে বরগুনাগামী লঞ্চ অভিযান ১০ এ আগুন ধরে এই লঞ্চ দুর্ঘটনা ঘটে। 
আহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার। তিনি  বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফাতেমার গ্রামের বাড়ি বরগুনা জেলা শহরে।

 
গত (২৩ ডিসেম্বর বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের চলমান ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষ দিন ছিলো। ওইদিনই ফাতেমা তার ঢাকায় অবস্থানরত এক  ফুফাতো বোনের সাথে বরগুনার উদ্দেশ্যে সদরঘাট  থেকে অভিযান ১০ এ করে যাত্রা শুরু করেন। 


ফাতেমার পরিবারের সাথে কথা বলে বিষয়টি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, লঞ্চটি যখন ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে পোঁছায় ঠিক তখনি আগুন ধরে যায় পুরো লঞ্চে। ফাতেমা ও তার কাজিন তখন ভয় পেয়ে বাড়িতে মুঠোফোনে যোগাযোগ করে মায়ের সঙ্গে কথা বলে। তারপর মায়ের পরামর্শ অনুযায়ী ফাতেমা সাঁতার না জেনেও লঞ্চের পাশে থাকা লাইফ জ্যাকেট পরে নদীতে ঝাঁপ দেয়। পরে তার ফুফাতো বোনের সহায়তায় কোনোভাবে নদীর তীরে এসে শেষ রক্ষা হয়েছে ফাতেমা। দু-জনের না মানা জীবন যুদ্ধের জন্য প্রাণে বেঁচে যায় ফাতেমা।


আগুনে ফাতেমার হাত-পায়ের অনেকাংশ পুড়ে যায় বলে জানিয়েছে তার বাবা। বর্তমানে সেই ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  দীর্ঘক্ষন নদীর পানিতে থাকায় অধিক ঠান্ডায় কারণে  সেই এখন শ্বাসকষ্টে ভুগছেন। আগামীকাল সকালে তার বাবা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করবে বলে জানিয়েছে।


 এ ঘটনাটি জানার পর ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, ফাতেমার পরিবারের সাথে সার্বক্ষণিক আমি যোগাযোগ করে তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে  সেই এখন সুস্থ রয়েছে। আমরা ব্যবস্থাপনা পরিবারের পক্ষে থেকে এ মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করছি এবং সকল ধরনের সুযোগ-সুবিধার জন্য পরিবারের পাশে থাকবো।

আরও পড়ুন...

পায়ে হেঁটে জবি রোভারদের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

Al Mamun Sun

জবি ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে

Al Mamun Sun

“রাবিতে এমন নির্মমভাবে কেউ আর মৃত্যুবরণ না করুক” -রাবি উপাচার্য

Al Mamun Sun
bn Bengali
X