27 C
Dhaka
রবিবার, ২৬ মার্চ ২০২৩, | সময় ১২:৪৭ অপরাহ্ণ

জবির ৯২ শিক্ষার্থী পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

রাফি আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ৯২ জন শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’। এছাড়াও এই প্রকল্পে শিক্ষকদের ১১টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে।


(বৃহস্পতিবার) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন...

শহীদ মিনার নিয়ে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ

Al Mamun Sun

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরিক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

Al Mamun Sun

আজ থেকে চলবে না জবি শিক্ষার্থীদের বাস

Al Mamun Sun
bn Bengali
X