28 C
Dhaka
শুক্রবার, ১ মার্চ ২০২৪, | সময় ১১:২৩ পূর্বাহ্ণ

জবির ৯২ শিক্ষার্থী পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

রাফি আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ৯২ জন শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’। এছাড়াও এই প্রকল্পে শিক্ষকদের ১১টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে।


(বৃহস্পতিবার) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন...

পুরান ঢাকায় রেডিমেড দর্জি শ্রমিকদের ৮ দফা দাবিতে মানববন্ধন

Al Mamun Sun

রাত পোহালে সাকরাইন উৎসব, জমে উঠেছে ঘুড়ি বেচাকেনা

Staff correspondent

নোবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ

Al Mamun Sun
bn Bengali
X