24 C
Dhaka
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, | সময় ৩:০৩ পূর্বাহ্ণ

স্বীকৃতি না পেয়েই মারা গেলেন গোমস্তাপুরের বীর মুক্তিযোদ্ধা (নসু)

শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি না পেয়েই মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাজারপাড়া নিবাসী আলোচিত বীর মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন (নসু)। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পেলেও তার দূরাবস্থা দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নানাভাবে সহায়তা করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর মৃত্যুকালে ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার জানাজার নামাজ চৌডালা জহুর আহমেদ মিয়া গোরস্থানে শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান , চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সাবেক চেয়ারম্যান শাহ আলম, আওয়ামী লীগ নেতা ডাক্তার আনসারুল হক ও কয়েস উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে,অবহেলিত এ বীর মুক্তিযোদ্ধা কে নিয়ে বেশ কিছু দিন পূর্বে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তা নজরে আসে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভূক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। তাকে আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি প্রদান করার নির্দেশ দেন। এছাড়া জেলা প্রশাসক ২০২০ সালের ১৪ ডিসেম্বর ওই বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা এবং কিছু উপহার সামগ্রী প্রদান করেন। কিন্তু কী কারণে এখন পর্যন্ত তার নাম গেজেটভুক্ত করা হয়নি জানা যায় নি। মৃত্যুকালে ওই বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়া প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, গেজেটে নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে গার্ড অব অনার প্রদান না করে ফিরে যান তারা। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, গেজেটের নাম প্রক্রিয়াধীন রয়েছে । নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে রাষ্ট্রীয় সম্মান জানানো সম্ভব হয়নি।

আরও পড়ুন...

তারাকান্দায় প্রাইভেটকারসহ ৩ টি গরু আটক।

Al Mamun Sun

কুয়াকাটার জাহাঙ্গীর আলম পেলো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা সেবা পদক বিপিএম ॥

Al Mamun Sun

রামুর ‘কাউয়ারখোপ-মনিরঝিল সেতু’র চুড়ান্ত ডিজাইন বাস্তবায়নে বিশেষজ্ঞ প্রকৌশলীসহ এমপি কমলের স্থান পরিদর্শন

Al Mamun Sun
bn Bengali
X