ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ঘুঘুডেরা গ্রামের মন্দির প্রাঙ্গণে রবিবার ২ জানুয়ারি গরীব অসহায় শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আই পজিটিভের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী, মুক্তিযোদ্ধা সন্তানকমান্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক নুরন্নবী চঞ্চল। এছাড়াও সে সময় ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সফিক পারভেজসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।