22 C
Dhaka
রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪, | সময় ৪:২২ পূর্বাহ্ণ

নৌকায় সিল মারতে গিয়ে প্রিসাইডিং অফিসার আটক

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রিসাইডিং অফিসারকে আটক করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আটককৃত প্রিসাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামান। তিনি উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরও জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ীর ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল তাকে হাতেনাতে আটক করে।

এসপি শহীদুল ইসলাম আরও জানান, বর্তমানে আটককৃত প্রিসাইডিং অফিসারকে ওই কেন্দ্রের কেন্দ্রের একটি কক্ষে রাখা হয়েছে।

আরও পড়ুন...

শুল্ক কমানোর দাবিতে রংপুর বিড়ি শ্রমিকদের মানববন্ধন

Al Mamun Sun

শ্রীমঙ্গল রেল পুলিশের উদ্যেগে জনসচেতনতা মূলক পুলিশিং সভা ও পথনাটিকা।

Al Mamun Sun

নড়াইলে জেলা পুলিশের আয়োজনে তদন্ত সহায়ক কর্মশালা অনুষ্ঠিত।পুলিশকে আরো বেশি দক্ষ ও সমৃদ্ধ গড়ে তোলার লক্ষ্যে

Al Mamun Sun
bn Bengali
X