33 C
Dhaka
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, | সময় ২:১৩ অপরাহ্ণ

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত জসিম উদ্দিন (৫৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের দেলু মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, দুপুরে বাড়ির পাশে পানির পাম্পের কাছে তার মরদেহ পড়ে থাকতে দাখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে সুইচ দিতে গিয়ে জসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সন্ধার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালারের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কৃষক মোস্তফা শেঠের মৃত্যু

Al Mamun Sun

হরিপুরে মডেল মসজিদ পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আব্দুল গফ্ফার

Al Mamun Sun

ঠাকুরগাঁওয়ে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

Al Mamun Sun
bn Bengali
X