34 C
Dhaka
বৃহস্পতিবার, ২ মে ২০২৪, | সময় ১০:৩২ অপরাহ্ণ

জবিতে বঙ্গবন্ধুর সমাজকল্যাণ ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

প্রিয়া প্রিয়ম জবি প্রতিনিধি।  


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাজকল্যাণ ভাবনা নিয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
(সোমবার) সকাল সাড়ে ১১ টায় সমাজকর্ম বিভাগের উদ্যোগে শীর্ষক সেমিনারটি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। 
বক্তারা বলেন, বঙ্গবন্ধু সবসময় সমাজের সকল স্তরের  মানুষের কথা চিন্তা করতেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমাজের পিছিয়ে পড়া জনগনকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ নির্মানে নারী-পুরুষের সমতার পাশাপাশি নিম্ন – মধ্য বিত্ত সহ সকল শ্রেণি পেশার মানুষকে সমাজে সঠিকভাবে তুলে ধরলে বঙ্গবন্ধুর স্বপ্নের সমাজকল্যাণ প্রতিষ্ঠিত হবে।  
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং এই বিষয়ে আলোচনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। 
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

জবির ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাইয়ের পূর্ণমিলনী ১১ ফেব্রুয়ারি।

Al Mamun Sun

রোভার স্কাউটের শীতবস্ত্র বিতরণ

Al Mamun Sun

জবি শিক্ষার্থী জীমের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

Al Mamun Sun
bn Bengali
X