36 C
Dhaka
শুক্রবার, ৩ মে ২০২৪, | সময় ৫:২০ অপরাহ্ণ

কোভিড-১৯ মোকাবিলায় প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষা অফিসারের আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

করোনা ভাইরাস এর কারণে নতুন করে সরকারি নির্দেশনায় শিক্ষা অধিদপ্তরের উদ্দোগ‍্যে ঠাকরগাঁও রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের
উপস্হিতিতে ১০জানুয়ারি ২০২১ইং রোজ সোমবার সকাল১১,৩০মি: একই সময়ে উপজেলা রিসোর্স সেন্টারে,বারঘোরিয়া সপ্রাবি,নেকমরদ সপ্রাবি ও কাদিহাট সপ্রাবি হলরুমে সহোদর/কাদিহাট/মীরডাংগী/রাউৎনগর ক্লাস্টার সহ এ উপজেলার সকল প্রধান শিক্ষক ও (১জন সহকারি) সহকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষা অফিসারদের ২০২২ইং নতুন পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷আলোচনা সভায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারনে নতুন বছরের ২০২২ইং নতুন পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন সংশোধনের বিস্তারিত আলোচনা ও সরকারি নির্দেশনানুযায়ী
বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম,ঘনশ্ব্য৷ম,জাহিদ হোসেন ও সীমান্ত বসাক৷এসময় উপস্থিত ছিলেন স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকগন ফরিদা ইয়াসমিন,কুশমত আলী,রুহুল আমিন,আনজুমানারা রুবি,আব্দুল মান্নান,তাহেরা বেগম রফিকুল ইসলাম,আনিসুর রহমান,হরিলাল,জয়নাল আবেদীন,কামরুজ্জামান,ইকবাল হোসেন, রমজান আলী,আহসান হাবিব,আইয়ুব আলী,রুস্তম আলী,আনোয়ারুল ইসলাম ও ইয়াকুব আলী প্রমুখ৷ উল্লেখ্য থাকে যে, নতুন পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন সংশোধনীতে শিক্ষার্থীদের মুখোমুখি শিখন সহ পাঠের উপর বাড়ির কাজের পাশাপাশি রেডিও-টেলিভিশন ও অনলাইনে পাঠ গ্রহনের সুযোগ রাখা হয়েছে৷

আরও পড়ুন...

চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণ করে ভারত পালাতে চেয়ে ছিলেন সেই যুবলীগ নেতা-পিবিআই

Al Mamun Sun

ঠাকুরগাঁওয়ে হঠাৎ গুড়িগুড়ি বৃৃষ্টি, বৃদ্ধি পাচ্ছে শীতের প্রকোপ

Al Mamun Sun

ঠাকুরগাঁও-এ স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন

Al Mamun Sun
bn Bengali
X