29 C
Dhaka
বৃহস্পতিবার, ২ মে ২০২৪, | সময় ৪:৪৪ পূর্বাহ্ণ

বই সুন্দর মনের মানুষ তৈরি করে-মসিক,মেয়র টিটু

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুন্দর মনের মানুষ প্রয়োজন। বই সুন্দর মনের মানুষ তৈরি করে, মানবিকতা শেখায়, কর্মে উদ্দীপ্ত করে। সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই।আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় বৈশাখী মঞ্চে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ছয়দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মেয়র।উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, নিজেকে সমৃদ্ধ ও সুশিক্ষিত করতে বই পড়তে হবে। পাঠ্যপুস্তকের সাথে দেশ, সমাজের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, গুণী মানুষের জীবনকে অধ্যয়ন করতে হবে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এছাড়া এ অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল, কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

ত্রিশালে সরকারি খাস জমি ভরাটের হিড়িক!

Al Mamun Sun

ভাঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Al Mamun Sun

টাঙ্গাইলে বালু ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ , আহত ১৫

Al Mamun Sun
bn Bengali
X