31 C
Dhaka
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, | সময় ৬:৪৩ অপরাহ্ণ

৫ মাস পর কবর থেকে তোলা হলো মোরসালিন এর লাশ

শাহিন আলম গোমস্তাপুর,  প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুররে দাফনের ৫মাস পর মোরশালিন (১৯) নামে এক শ্রমিকের লাশ উত্তোলন করেছে পুলিশ।
মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মমতাজ ও গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজার উপস্থিতিতে বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্ৰামের গোমস্তাপুর উপজেলার লক্ষীনারায়পুর গ্ৰামের নানিহাটা সরকারি গোরস্থান থেকে শুক্রবার সকালে লাশটি উত্তোলন করা হয়।মোরশালিম ওই গ্ৰামের শুকুর উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,গত বছরের ১৫আগষ্ট মোরসালিন ঘাটনগর বাজার  থেকে বাড়িতে যাওয়ার পথে পাশের বাড়ির একটি নির্মাণাধীন বাড়িতে হত্যা করার অভিযোগ উঠে। ওইদিন রাতে তাকে মেরে শোবার ঘরের রশি দিয়ে ঝুলিয়ে রেখে চলে যায়।
এ ঘটনায় মোরশালিনের মা সিরিনা বেগম বাদি হয়ে মোরশালিনের স্ত্রীকে প্রধান আসামি করে ৫জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গোমস্তাপুর থানা পুলিশকে  তদন্তের জন্য হস্তান্তর করা হয়।
গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা মোরশালিনের  লাশ উত্তোলনের মাধ্যমে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করলে বিজ্ঞ আদালত লাশ উত্তোলনের অনুমতি দেয়।
নিহতের মামা রফিকুল ইসলাম জানান, নিহত মোরশালিনকে হত্যা করে তার বাড়ির শোবার ঘরে ঝুলিয়ে রেখে গেছিল।তার শরীরে পরিহিত পোষাকের কাঁদা মাটির চিহ্ন পাওয়া গেছে। পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনের বাথ রুমের ভিতরে তাকে হত্যার করার সময় ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও একটি গামছা ও রশি পড়ে ছিল সেখানে।আর তার স্ত্রী নিজেই স্বীকার করেছে তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রেখে গেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা  ওসি তদন্ত সেলিম রেজা জানান, বাদির আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেয় আদালত, আদালতের নির্দেশনানুযায়ী লাশ তুলে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।লাশ ময়নাতদন্তের পরে কি হবে? তার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

আরও পড়ুন...

পর্যটন শিল্পের বিকাশ ও ডলফিন রক্ষায় এ্যাওয়ার্ড পেলো কুয়াকাটার রুমান ইমতিয়াজ তুষার ॥

Al Mamun Sun

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

Al Mamun Sun

গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রম বন্ধে মোংলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদককে উকিল নোটিশ পাঠিয়েছে সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক

Al Mamun Sun
bn Bengali
X