31 C
Dhaka
শনিবার, ৩ জুন ২০২৩, | সময় ৩:৪৭ পূর্বাহ্ণ

হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আব্দুল করিম রয়েল (৩০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের ছায়েধন ভূঁইয়া বাড়ির রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের রেল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৫পিস ইয়াবাসহ আসামি রয়েলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে ২টি, হত্যা মামলা ১টি ও অন্যান্য আইনে ১টি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন...

পরকিয়ায় আসক্ত রিক্সা চালকঃ পৈশাচিক নির্যাতনের স্বীকার স্ত্রী!

Al Mamun Sun

নড়াইল ডিবি’র অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Al Mamun Sun

বাড়িতে জমজমাট মাদকের কারবার, ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Al Mamun Sun
bn Bengali
X