27 C
Dhaka
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, | সময় ৪:২০ পূর্বাহ্ণ

নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের ১৩ ইউনিয়নে কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১৩টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রোববার ২৩ জানুয়ারি সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের অন্তর্গত ১৩টি ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পদ প্রার্থীদের তথ্য উপাত্ত সংগ্রহ ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহসায় দলীয় গঠনতন্ত্র মেনে সম্মেলনের মাধ্যমে পুনরায় ১৩টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হবে।

আরও পড়ুন...

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কম্বল বিতরণ

Al Mamun Sun

কোভিড-১৯ মোকাবিলায় প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষা অফিসারের আলোচনা সভা

Al Mamun Sun

ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশ চাঁদপুর শাখার উদ্যোগে অসহায় ও এতিমদের মাঝে কম্বল বিতরন

Al Mamun Sun
bn Bengali
X