27 C
Dhaka
রবিবার, ২৬ মার্চ ২০২৩, | সময় ১২:৩৭ অপরাহ্ণ

মোংলায় হরিণের ৫ টি চামড়াসহ এক পাচারকারী আটক

মোংলা প্রতিনিধি:  

মোংলার দ্বিজরাজ  এলাকা থেকে পাঁচটি হরিণের চামড়াসহ আল আমিন (২৫) নামে সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারীকে আটক  করেছে র্যাব। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ১০টায় হরিণের চামড়াসহ তাকে র্যাব- ৬ সদস্যরা তাকে আটক  করে। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ি খুলনার ডাকোপ  উপজেলার বানিশান্তা গ্রামে।
র্যার -৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ  করে তা চোরা বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বন্যপ্রানী পাচারকারী চক্রের সদস্য আল আমিমকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন...

ঝিনাইদহে কোদাল দিয়ে চাচাকে কুপিয়ে হত্যা

Al Mamun Sun

টাঙ্গাইলে নব-নির্বাচিত দুই চেয়ারম্যানকে গণ সংবর্ধনা

Al Mamun Sun

ময়মনসিংহে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন।

Al Mamun Sun
bn Bengali
X