29 C
Dhaka
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, | সময় ৯:৫৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মামুনুর রশিদ মাহিন-সীতাকুণ্ড(চট্টগ্রাম):

বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতায় নেতৃবৃন্দ এমন শপথ নেয়।মঙলবার ২৫ জানুয়ারী সামাজিক স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত এ সংগঠনটি সংগঠনের ২০ বছর পূর্তি ও ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
এ উপলক্ষে আজ ২৫ জানুয়ারী সকাল ১১ঘটিকায় সীতাকুন্ড উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা দীপক চৌধুরীর বাসভবনের অডোটরিয়ামে শপথ গ্রহন আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীপক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক সাবেক তুখোড় ছাত্রনেতা মার্শেল কবির পান্নু।প্রধান বক্তা হিসেবে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন।
সার্বিক পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার নির্বাহী আহ্বায়ক মোঃ রবিউল হোসেন চৌধুরী এবং সঞ্চানালয়ে ছিলেন সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম,শামিমা আক্তার লাভলী, কামরুন্নাহার নীলু,মুজিবুর রহমান,নুরুল গনি, জামাল উদ্দীন,নুরুল আলমজোবায়ের চৌধুরী লাতু,মোঃ ইকবাল,নূর মোহাম্মদ,জাহাঙ্গীর আলম,নোয়া মিয়া কন্ট্রাক্টর,শিটন দাশ, দিদারুল আলম,রফিকুল ইসলাম চাকলাদার,মোরশেদ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দগন।
শপথে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এটিকে শুধুমাত্র মুখে ধারন করে জাতিরজনকের আত্নার সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে। বঙ্গবন্ধুর আদর্শে হৃদয়ে লালন করতে হবে – অন্তরে ধারন করতে হবে বাস্তবে রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বাস ও আস্হাকে সুদৃঢ় ও বলিষ্ঠ করতে হবে। সকল লোভ লালসা নীতিহীনতা – চরিত্রহীনতা- সন্ত্রাস নৈরাজ্য জুলুম নির্যাতনের বিপরীতে গণ মানুষের কল্যানে শতভাগ নিবেদিত প্রান হতে হবে।শপথ ও আলোচনা সভা শেষে কেক কেটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরও পড়ুন...

ভারতে প্রবেশের সময় ১৫ জন আটক

Al Mamun Sun

প্রেমে ব্যর্থ হয়ে ফাঁস দিল কিশোরী

Al Mamun Sun

হবিগঞ্জে ওরসে দুর্বৃত্তদের হামলায় যুবক খুন

Al Mamun Sun
bn Bengali
X