30 C
Dhaka
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, | সময় ১২:৫৯ অপরাহ্ণ

ভোলা দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যা!

ভোলা সংবাদাতাঃ 

ভোলার দৌলতখানে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
আজ(২৭ জানুয়ারি) বৃহস্পতিবার সকালের দিকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরশুভী মাদ্রাসা সংলগ্ন মুনাফ পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, আব্দুল খালেকের পরিবারের সঙ্গে একই বাড়ির মোফাজ্জলের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটে।
আব্দুল খালেকের মা মরিয়ম বেগম জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসেন। আজ সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে জমি সংক্রান্ত বিরোধের জেরে পথরোধ করে মোফাজ্জল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা করে। 
সে সময় তিনি গুরুতর আহত হলে বাড়িতে আনা হয়। পরে গুরুতর  অবস্থা্য় বাড়ি থেকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেনাসদস্যর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন...

সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেওয়ার অভিযোগ

Al Mamun Sun

ঠাকুরগাঁও রানীশংকৈলে সিডিএর বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Staff correspondent

রাজারহাট মানবিক সহায়তা সংঘ’র কম্বল বিতরণ

Al Mamun Sun
bn Bengali
X