মোঃ ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
শেষ পর্যায়ে জমে উঠেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। চলছে মিছিল, মিটিং ও পথসভা, উঠান বৈঠক, মাইকিং। প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন নিয়ে তুমুল উৎসাহ ও কৌতূহল বিরাজ করছে ভোটারদের মধ্যে। এই ভোট নিয়ে উপজেলার বাইরের লোকদের মধ্যেও আগ্রহের কমতি নেই।এই ভোটে শেষ পর্যন্ত কী হয় তা দেখানোর জন্য তাকিয়ে আছে ভোটাররা। তাদের চোখ এখন আগামী ৩১ জানুয়ারির দিকে। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কে জিতবে তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। নির্বাচনের শেষ সময়ের প্রচারণা এখন চরম পর্যায়ে। বিভিন্ন ইউনিয়নে ছোট-খাট কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই সকল প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন।এরি মধ্যে ভাবিচা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (আনারস) নৌকা প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার নির্বাচনী অফিস ভাংচুর, পোষ্টার লাগাতে না দেওয়া, প্রচার-প্রচারণাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। তেমনি একই অভিযোগ তুলেছেন নিয়ামতপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম (ঘোড়া), বাহাদুরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রঞ্জু রহমান ( আনারস), রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ারূল ইসলাম রবু (আনারস)। অপর দিকে বাহাদুরপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) ইভিএম উপজেলার সবকটি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৯ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ শত ৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩ শত ৩২ জন প্রার্থী লড়বেন। নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর সাথে যাদের লড়াই তুঙ্গে তারা হলেন, ১ নং হাজিনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম,মিনহাজুল ইসলাম, আবুুল বাশার । এ ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে আব্দুল রাজ্জাক ও আমিনুল ইসলামের নাম শোনা যাচ্ছে। ২নং চন্দননগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান তোতা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান বদি ও দেলোয়ার হোসেন শিমুল, আব্দুর রহমান, বদিউজ্জামান, জাকারিয়া । এ ইউনিয়নে ত্রিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে খালেকুজ্জামান তোতা, বদিউজ্জামান বদি ও দেলোয়ার হোসেন শিমুলের নাম শোনা যাচ্ছে।৩নং ভাবিচা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল হক ও স্বতন্ত্র প্রার্থী ইন্জিনিয়ার শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম,আব্দুল বারী, জামশেদ। এই ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে ওবাইদুল হক ও শরিফুল ইসলামের নাম শোনা যাচ্ছে।৪ নং নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নঈম ও স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম,আমিনুর রহমান, শামীম রেজা চৌধুরী, আব্দুর রহমান। এই ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে বজলুর রহমান নঈম ও শহিদুল ইসলামের শোনা যাচ্ছে।৫ নং রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোত্তালেব হোসেন বাবর ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন টিটু, আনোয়ার হোসেন রবু। এই ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে মোত্তালেব হোসেন বাবর ও সাজ্জাদ হোসেন টিটুর নাম শোনা যাচ্ছে।৬ নং পাড়ইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মুজিব গ্যান্দা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান, মাইনুল ইসলাম মিনু। এই ইউনিয়নে ত্রিমূখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে ৩ প্রার্থীরই নাম শোনা যাচ্ছে।৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম খলিলুর রহমান, আল মামুন হক। এই ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও এ কে এম খলিলুর রহমানের নাম শোনা যাচ্ছে।৮ নং বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মামুন ও স্বতন্ত্র প্রার্থী এমরান হোসেন, রঞ্জু রহমান। এ ইউনিয়নে দ্বিমুখী লড়াই হতে পারে। এ লড়াইয়ে মামুনুর রশীদ মামুন ও এমরান হোসেনের নাম শোনা যাচ্ছে।