33 C
Dhaka
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, | সময় ১:১১ অপরাহ্ণ

ভাসানচর পৌঁছাল আরও ১২৮৭ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি:

দশম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের ১২৮৭ জনের আরও একটি দল।  

সোমবার (৩১ জানুয়ারি)  দুপুর দেড়টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ করে তাদের ভাসানচরে আনা হয় ।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৬৫ জন কক্সবাজার হতে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর হতে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ২০ হাজার ৯৪৯ জন।

আরও পড়ুন...

শ্রীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Al Mamun Sun

ময়মনসিংহে এগিয়ে মেয়েরা,শতভাগ পাস ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান।

Al Mamun Sun

নোয়াখালীতে ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ

Al Mamun Sun
bn Bengali
X