28 C
Dhaka
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, | সময় ৭:৩৬ পূর্বাহ্ণ

ইসলামপুরে টিকিট কালোবাজারিকে ১৫ দিনের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারীর দায়ে বিল্টু দর্জি (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।

সোমবার (৩১ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে  ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।

পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর, মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

ফরিদগঞ্জের ১৩ টি ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Al Mamun Sun

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের উপর হামলা

Al Mamun Sun

মসজিদের ছাদ থেকে চেয়ারম্যানের সংবর্ধনার কনসার্ট দেখল সমর্থকরা

Al Mamun Sun
bn Bengali
X