রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎযাপিত হয়েছে। শনিবার (২২ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ) শ্রী পঞ্চমীর পূণ্য তিথিতে সকাল ১০টায় পুজো অনুষ্ঠিত হয়।
বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল আট’টায় প্রতিমা স্থাপন, দশ’টায়পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি, সাড়ে এগারো’টায় আলোচনা সভা, পূজান্তে প্রসাদ বিতরণ এবং বিকেল সাড়ে চার’টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপন কমিটি-২০২২।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া এবং অধ্যাপক ড. মোঃ সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অবঃ) মোঃ অবায়দুর রহমান প্রামানিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক বিশ্বনাথ শিকদার।