31 C
Dhaka
শনিবার, ৩ জুন ২০২৩, | সময় ৩:৫৮ পূর্বাহ্ণ

জবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন গোলাম মোস্তফা

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্বে পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা।
গতকাল (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হেকেপ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
৭ ফেব্রুয়ারি ২০২২ (সোমবার) থেকে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ ও পুরাতন ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসব সিদ্ধান্ত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।  
এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ.কে. এম. মনিরুজ্জামান সহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা। 

আরও পড়ুন...

প্রেমের সুষম বন্টনের দাবিতে রাবি প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

Al Mamun Sun

দ্বিতীয়বার হলের খাবারের মান পরিদর্শনে রাবি উপ-উপাচার্য

Al Mamun Sun

রাবি ফরিদপুর জেলা সমিতির দায়িত্বে ইব্রাহিম ও সাইফ

Al Mamun Sun
bn Bengali
X