37 C
Dhaka
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, | সময় ৪:৪৬ অপরাহ্ণ

ভোলায় ৪টি মেছো শাবকের দেখাশুনার ভার নিলেন বন বিভাগ!

এ,কে এম গিয়াসউদ্দিন ভোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পরিত্যক্ত একটি লাকড়ির ঘর থেকে মেছো বাঘের চারটি সাবক উদ্ধার করেছেন ভোলা বন বিভাগ। 
বুধবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের হাশেম বেপারী বাড়ি থেকে সাবক চারটি উদ্ধার করা হয়।
 ভোলা বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের হাশেম বেপারী বাড়ির সোলাইমান বেপারীর পরিত্যক্ত লাকড়ির ঘরে মেছো বাঘের ৪টি সাবকের দেখা মেলে গ্রামবাসীর সাথে।  ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। 
সে সময় বন বিভাগের কর্মীরা সেখান থেকে সাবকগুলো উদ্ধার করে অনেক ছোট বিধায় আপাতত লালন পালনের জন্য ওই বাড়িতেই রেখে আসা হয়। 
পরবর্তীতে সাবকগুলো বড় হলে প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন...

হরিণাকুন্ডুতে বন্ধ মিল সচল দেখিয়ে গুদামে চাল বিক্রির অভিযোগ

Al Mamun Sun

ইসলামপুরে শীতার্তদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

Al Mamun Sun

নোয়াখালী পৌরসভায় সোহেল পুনরায় মেয়র নির্বাচিত।

Al Mamun Sun
bn Bengali
X