31 C
Dhaka
শনিবার, ৩ জুন ২০২৩, | সময় ৪:৫৫ পূর্বাহ্ণ

দ্বিতীয়বার হলের খাবারের মান পরিদর্শনে রাবি উপ-উপাচার্য

স্বজন কুমার রায়,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের খাবারের মান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম(টিপু)। বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) দুপুর এক’টায় তিনি শহীদ হবিবুর রহমান হল ও শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন। 

হলের ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম(টিপু) জানান, আমরা শিক্ষার্থীদের সাথে খাবারের মান নিয়ে কথা বলেছি। শিক্ষার্থীরা ভাত ও তরকারি সিদ্ধ, খাবার মান কম সুসাদু এবং ডাইনিং ও ক্যান্টিন এর দুই রকম খাবারের মূল্য ও মান নিয়ে অভিযোগ আমাকে জানিয়েছে । শিক্ষার্থীদের অভিযোগ গুলো সমাধানে বলেন, খাবারের এসব সমস্যা সমাধানে হল প্রাধ্যক্ষ, শিক্ষার্থী ও কর্মচারী সবার সম্মিলিত সহযোগীতা প্রত্যাশা করেছি।  

হলের ডাইনিং পরিদর্শনের সময় ছাত্র উপদেষ্টা জনাব তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং হলের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

এর আগে, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম গত রোববার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেরে বাংলা হলের ডাইনিং পরিদর্শন করেন।

আরও পড়ুন...

“রাবিতে এমন নির্মমভাবে কেউ আর মৃত্যুবরণ না করুক” -রাবি উপাচার্য

Al Mamun Sun

জবিতে ষষ্ঠ ভর্তির তালিকা প্রকাশ, ৬২১টি ফাঁকা আসনের বিপরীতে

Al Mamun Sun

জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Al Mamun Sun
bn Bengali
X