24 C
Dhaka
শনিবার, ২৫ মার্চ ২০২৩, | সময় ৪:২৬ পূর্বাহ্ণ

গোমস্তাপুরে মহানন্দা নদীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত

শাহিন আলম, গোমস্তাপুর  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর মকরমপুর শ্মশান ঘাটে হিন্দু সম্প্রদায়ের গঙ্গা স্নান উৎসব পালিত হয়েছে মকরমপুর মহাশ্বশান কমিটির আয়োজনে সকাল থেকে গঙ্গাস্নান উৎসবে জেলার গোমস্তাাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করে। গঙ্গাস্নান শেষে বাড়ি ফেরার সময় প্রতেকে ঘটি-বাটিতে করে গঙ্গার জল নিয়ে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসব শুভে”ছা বিনিময় করতে যান, এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাঙালী মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারীসহ দৌহিত্র, সুযোগ্য উত্তরাধিকারী ও রহনপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্যাম রায় চক্রবর্তী।বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবকে ঘিরে বিভিন্নস্তরের নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন। এদিকে, এ উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়।সার্বিক সকল সহযোগীতা করে মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী।

আরও পড়ুন...

ঈশ্বরগঞ্জে সিএনজি ছিনতাইের জন‍্য চালককে হত‍্যা !

Al Mamun Sun

মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করে সরকার সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলছে-ধর্ম প্রতিমন্ত্রী

Al Mamun Sun

রাণীশংকৈলে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

Al Mamun Sun
bn Bengali
X