29 C
Dhaka
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, | সময় ৮:৩২ পূর্বাহ্ণ

জবিতে ৪৯০ আসনের বিপরীতে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ফাঁকা আসনের ভর্তির ক্ষেত্রে শেষ সুযোগের জন্য  সাক্ষাৎকার আহবান করেছে।
(বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান শাখা এ ইউনিটের মেধাক্রম ৪৫৩৩ থেকে ৫৫৩২ পর্যন্ত সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আগামী (১৪ ফেব্রুয়ারি)। মেধাক্রম ৫৫৩৩ থেকে ৬৫৩২ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী (১৫ ফেব্রুয়ারি)। মেধাক্রম ৬৫৩৩ থেকে ৭৫০০ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে (১৬ ফেব্রুয়ারি)। মানবিক শাখা বি ইউনিটের মেধাক্রম ১৮৭৯ থেকে ২১৯০ পর্যন্ত সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনুষ্ঠিত হবে আগামী (১৪ ফেব্রুয়ারি)। মেধাক্রম ২১৯১ থেকে ২৫০০ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে (১৫ ফেব্রুয়ারি)। বাণিজ্য শাখা সি ইউনিটের মেধাক্রম ১২৪৭ থেকে ২০০০ পর্যন্ত সাক্ষাৎকার বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অফিসে অনুষ্ঠিত হবে আগামী (১৪ ফেব্রুয়ারি)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা কোনো মাইগ্রেশনের সুযোগ পাবে না। পরবর্তীতে কোনো বিভাগের শূন্য আসন (যদি থাকে) পূরণের ক্ষেত্রেও তারা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে না।
প্রতিটি ইউনিটের সাক্ষাৎকার সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে নিয়ে আসতে হবে।সাক্ষাৎকারে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ তালিকা আগামী ২২ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে ভর্তি ফিস ও কাগজপত্রাদি মনোনীত বিভাগে জমা দিয়ে ভর্তি হতে হবে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য তিনটি ইউনিটে (বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য অনুষদ) মোট ৪৯০টি ফাঁকা আসন সংখ্যা রয়েছে।
যার মধ্যে বিজ্ঞান (এ) ইউনিটে ফাঁকা আসন ১৬৯টি, মানবিক (বি) ইউনিটে ফাঁকা আসন ২৮৪টি এবং বাণিজ্য (সি) ইউনিটে ফাঁকা আসন রয়েছে ৩৭টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৬৫টি।
এর পূর্বে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মোট ৭টি মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা নগদ,রকেট এবং শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং -এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবে। ভর্তির যাবতীয় বিষয়াবলি http://admission.jnu.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

আরও পড়ুন...

লঞ্চ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জবি শিক্ষার্থী

Al Mamun Sun

জরিপ কাজে শিক্ষার্থীদের কোন ইন্সট্রুমেন্ট ও আর্থিক সহযোগিতার দরকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বহন করবে : জবি উপাচার্য

Al Mamun Sun

“রাবিতে এমন নির্মমভাবে কেউ আর মৃত্যুবরণ না করুক” -রাবি উপাচার্য

Al Mamun Sun
bn Bengali
X