22 C
Dhaka
মঙ্গলবার, ৭ মে ২০২৪, | সময় ৮:০৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহে বাইপাস সড়কের বেহাল অবস্থা।

তাপস কর,ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ শহরের প্রবেশদ্বার দিগারকান্দা বাইপাস মোড় হতে বলাশপুর বাইপাস সড়কের বেহাল অবস্থা। রাস্তার কোন কোন অংশে বৃষ্টির কারণে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। সেখানে সাময়িক সমস্যা দূর করার জন্য কর্তৃপক্ষ ব্যবহার করেছে ভাঙ্গা ইটের খোয়া। এতে সেই ইটের খোয়া দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সেই ইটের খোয়া আবার রোদে শুকিয়ে ধুলাবালিতে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণ। বাতাসের সাথে গাড়ির সৃষ্টির সেই ইটের খোয়ার ধুলাবালির কারণে রাস্তার আশেপাশের বাড়িঘর ধুলাবালিতে একাকার।এতে একদিকে রাস্তার জনগণের যেমন পোহাতে হচ্ছে ধুলাবালির চরম দুর্ভোগ। অন্যদিকে রাস্তার আশেপাশে মানুষের জীবন যাপন হয়ে পড়েছে ব্যাহত।এই বাইপাস রাস্তা টি দিয়ে ময়মনসিংহ সহ আশেপাশের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ,তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া এবং নেত্রকোনা ও শেরপুর জেলার মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের জন্য কয়েক হাজার গাড়ি চলাচল করে থাকে। সেই সাথে লাল বালু খ্যাত জারিয়া দুর্গাপুরের বালুবাহী ভারী ট্রাক রাজধানীতে যেতে এ রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার বর্তমানের চরম বেহাল অবস্থা। ভাঙ্গা গর্ত খানাখন্দের জন্য রাস্তায় প্রায় লেগে থাকে যানজট। নগরীর বলাশপুর রেললাইন হতে দিগারকান্দা বাইপাস পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা।সরেজমিনে ঘুরে দেখা যায়, বলাশপুর রেললাইন থেকে হাক্কানী সেলিমের মোড় পর্যন্ত ভাঙ্গা গর্তে ব্যবহার করা হয়েছে ইটের সুরকি। আর সেই সুরকি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুলাবালিতে পরিণত হয়েছে। গাড়ি চলাচলের সময় রাস্তা ধুলাবালিতে হয়ে যায় একাকার। একই অবস্থা দিঘারকান্দা হৃদয়ের মোড় বাইপাস পর্যন্ত।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এই ধুলাবালির কারণে তাদের বাড়িতে অবস্থান করা কঠিন হয়ে গেছে। এই ইটের লাল ধুলাবালি বাতাসে উড়ে একাকার হয়ে বসতবাড়ির কাপড় চোপর ও জিনিসপত্র মিশে যাচ্ছে।রাস্তার এই দুরবস্থা দেখে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পেইজে বলেছেন,সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বোধ উন্মাদ না পাগল এলাকার জনগণ আমার কাছে জানতে চেয়েছিল,আমি উত্তর দিতে পারিনি। কেওয়াটখালী বাইপাস রোডের মাঝামাঝি হাইওয়ে সড়কের এককিলো রাস্তার এই বেহাল দশা প্রায় এক বছর যাবত। কিছুদিন পর পর ট্রাক ভর্তি রাবিশ ফেলে যায় রাস্তার উপরে। আর সারাবছর দিগারকান্দা অঞ্চল ধুলায় আচ্ছন্ন থাকে। আশেপাশে ঘর বাড়ির খাবার টেবিল পড়ার টেবিল দৈনিক দশবার পরিষ্কার করলেও কোন ফল পাওয়া যাচ্ছে না। ভাড়াটিয়া থাকছে না এই ধুলোবালির কারণে,এলাকার সমস্ত ভাড়াটিয়ারা চলে গেছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। অতিসত্বর এর সুরাহা না হলে এলাকাবাসী রাস্তাটি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।এ রাস্তায় চলাচল কারী একজন মালবাহী ট্রাক ড্রাইভার এর সাথে কথা হলে তিনি জানান, মাল বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় গাড়ি হেলেদুলে কাত হয়ে যায় এতে ভয় করে গাড়ি কখন উল্টে দুর্ঘটনায় পড়ে কিনা।গুরুত্বপূর্ণ এ বাইপাস সড়কের দ্রুত সংস্কার করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন রাস্তায় চলাচল কারী পরিবহন চালক ও স্থানীয় জনসাধারণ।

আরও পড়ুন...

৭০ বছর পূর্ন হলো আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ইসলামপুরে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা

Al Mamun Sun

ঠাকুরগাঁওয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘর পেল ১১ অসহায় পরিবার

Al Mamun Sun

আরসিসি ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু।

Al Mamun Sun
bn Bengali
X