32 C
Dhaka
শনিবার, ৪ মে ২০২৪, | সময় ১১:৩৯ অপরাহ্ণ

মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে রহনপুর পৌর মেয়র এর সংবাদ সম্মেলন

শাহিন আলম গোমস্তাপুর থেকেঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত  মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রহনপুর  পৌর মেয়র মতিউর রহমান খান। আজ সোমবার দুপুরে রহনপুর পৌর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রহনপুর পৌর পরিষদ। এ সময় লিখিত বক্তব্যে পৌর মেয়র মতিউর রহমান খান জানান,‘ বাদী নাজমা বেগমের দায়েরকৃত মামলা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পৌর ইমারত আইন লংঘন করে বাদী পৌরসভার জায়গায় বাড়ি নির্মান  করলে পৌর কর্তৃপক্ষ তাতে বাধা দেয় এবং তিনবার এ বিষয়ে বাদীকে লিখিত নোটিশও দেয়া হয়। কিন্তু আইন অমান্য করে বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় এবং মালামাল জব্দ করায় আদালতে মামলা দায়ের করেন বাদী নাজমা বেগম। এ নিয়ে গত ৭ ফেব্রুয়ারী আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে পৌর মেয়র মতিউর রহমান খানসহ ২৫ জনকে। পরে জামিনে মুক্ত হয় পৌর মেয়র।  এ সময় সংবাদ সম্মেলনে পৌর মেয়র আরও বলেন, প্রাতিষ্ঠানিক কাজ করতে গিয়ে এ মামলায় আমিসহ আমার ছোট ভাই, ভগ্নিপতি, ভাগ্নে, প্রধান শিক্ষকসহ ২৫জনকে আসামী করা হয়েছে। যা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। এ অব¯’ায়  প্রতিকারসহ পৌর ইমারত আইন ২০০৯ এর ধারা ৩৫ ও ৩৬(৩) বাস্তবায়নে আগামীতে পৌর নাগরিকদের সহযোগিতাও কামনা করেন পৌর মেয়র।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহানারা পারভিন, পৌর কাউন্সিলরবৃন্দ, সচিব খাইরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন...

কোম্পানীগঞ্জে হত্যা মামলায় চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

Al Mamun Sun

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোহালিয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

Al Mamun Sun

ফরিদগঞ্জে আলোচিত ধর্ষন মামলার মূল আসামী শিমুল গ্রেফতার

Al Mamun Sun
bn Bengali
X