স্বজন কুমার রায়,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সেচ্ছায় রক্তদাতাদের সংগঠনের কেন্দ্রীয় নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় ভার্চুয়ালে ও স্বজন অফিসে সকল রক্তদাতাদের উপস্থিতিতে এই কমিটির প্রকাশ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও সুলতান-উল-ইসলাম, প্রক্টর প্রফেসর ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নূর, প্রশাসক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন
সভার সভাপতিত্ব করেন ‘স্বজন’ কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি রবিউল ইসলাম সুমন।
নতুন কমিটির সভাপতি মো. ইউনুস আলী সেখ, সহ-সভাপতি নাহিদ হাসান শুভ ও মো. নুরনবী ইসলাম, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও মোছা. নুরুন্নাহার দোলন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন রুহিন , যুগ্ম- সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মইনুল হক , যুগ্ম-অর্থ সম্পাদক জান্নাতুন নাঈম জ্যোতি, দপ্তর সম্পাদক মো. সাইফুদ্দীন, যুগ্ম দপ্তর সম্পাদক সাঈদা আক্তার সীমা, যুগ্ম দপ্তর সম্পাদক অলি উল্লাহ , প্রচার সম্পাদক মোছা. তানিয়া খাতুন, যুগ্ম প্রচার সম্পাদক রেজাউল করিম , শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিদ্দিকা আক্তার, যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু মুসা , ছাত্রকল্যাণ সম্পাদক কানাই লাল সাহা, যুগ্ম- ছাত্রকল্যাণ সম্পাদক সাবিহা সুলতানা নিতি, রোগী কল্যাণ সম্পাদক প্রাণিবিদ্যা রাশিদা আক্তার, যুগ্ম- রোগী কল্যাণ সম্পাদক মোছা. সাথী আক্তার।
উপদেষ্টা হিসাবে থাকবেন সুমন মিয়া, আব্দুলা মুহাম্মদ তাহির, নিপা খাতুন, মোস্তাফিজুর রহমান, হান্নান মিয়া।