31 C
Dhaka
শনিবার, ৩ জুন ২০২৩, | সময় ৩:০০ পূর্বাহ্ণ

শশ্মান কালি মন্দিরের নামে ভুঁয়া কমিটি তৈরী করে টাকা উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ

ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার উজধারী বামনদীঘি শশ্মান কালি মন্দিরের নাম করে রানীশংকৈল উপজেলা পুঁজা উৎযাপন পরিষদের সাঃ সম্পাদক সাধন বসাক একটি ভুঁয়া কমিটি তৈরি করে উন্নয়নের নামে ১ লক্ষ টাকা বরাদ্দে ৫০ হাজার টাকা উত্তোলন করায় ১৮ই ফেব্রয়ারী বিকেলে প্রকৃত কমিটির সভাপতি ভুপেন ও সাঃ সম্পাদক বিজয় শম্মা এক লিখিত বক্তব‍্যে অভিযোগ করেন। লিখিত অভিযোগে প্রকাশ থাকে যে, সম্প্রতি উচধারী বামনদিঘী শশ্মান কালি মন্দিরের উন্নয়নের নামে ১ লক্ষ টাকা বরাদ্দের অনুমোদন হয় এবং সেই বরাদ্দের ৫০হাজার টাকা  উপজেলা পুজাঁ উৎযাপন পরিষদের সাঃ সম্পাদক সাধন বসাক ও বলিদ্ধারা গ্রামের তুলারামের পুত্র সুবেন্দ্র একটি ভুঁয়া কমিটি রেজিলেশনের মাধ‍্যম দেখিয়ে আত্নসাৎতের জন‍্য ৫০ হাজার টাকা উত্তোলন করার বিষয়ে অভিযোগ করেছেন।
এ ব‍্যাপারে উজধারী বামন দিঘীর সভাপতি ভুপেন সংবাদ সন্মেলনে বলেন,সাধন বসাক আমাদের শশ্মান কালি মন্দিরের কেহ না এবং এই মন্দিরের উন্নয়নের নামে যে অর্থ ভুয়া কমিটি তৈরি করে উত্তোলন করা হয়েছে সেই অর্থ ফিরিয়ে পাওয়ার নির্মিত্তে
শশ্মান কালি মন্দির কমিটির উন্য়নের জন‍্য
যথাযথ উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান।এবং এ বিষয়ে ইতিমধ‍্যে জেলা পরিপষদ এর নিকট লিখিত অভিযোগ করেন।
এদিকে ঐ সংবাদসন্মেলনে অন‍্যানরা অভিযোগ করে বলেন এই সাধন ক্ষমতার অপব‍্যবহার দেখিয়ে এখানে এসে আমাদেরকে বাড়িঘর উচ্ছেদ সহ নানা হুমকি দুমকি দিয়ে আসেন এবং ক্ষমতার এক অদৃশ্য শক্তিতে কালী মুন্দিরের দিঘীতে তার নামে লিজ নিয়ে তিনি নিজেই মাছ চাষাবাদ করছেন।
সংবাদ সন্মেলনে এই ভুয়াঁ কমিটির উত্তোলন কৃত ৫০ হাজার টাকা ফেরত পাওয়ার জন‍্য বক্তব‍্যে সভাপতি ভুপাল বলেন।

আরও পড়ুন...

নড়াইলে বাই সাইকেল চড়ে টিকা কেন্দ্র পরিদর্শন করলেন মানবিক ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান

Al Mamun Sun

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত।

Al Mamun Sun

ঝিনাইদহে আগামী কালের ১৫টি ইউপি নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান

Al Mamun Sun
bn Bengali
X