26 C
Dhaka
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, | সময় ৯:৪৩ অপরাহ্ণ

নোয়াখালীতে ৬ বছর পর মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছ র‌্যাব ১১।

গ্রেফতারকৃত মো.আনন্দ হোসেন (৩০) সোনাইমুড়ী বজরা ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩
নোয়াখালী এর অতিরিক্ত পুলিশ কোম্পানী কমান্ডার সুপার খন্দকার মো.শামীম হোসেন।

এর আগে গতকাল শুক্রবার বেগমগঞ্জের চৌরাস্তা নতুন বাস টার্মিনাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার ১৮ই ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জিআর ১৬৭১/১৬, নোয়াখালীর সোনাইমুড়ী থানার মামলা নং ০৮, ১৩/১০/২০১৫ এ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পলাতক আসামি। গ্রেফতার এড়িয়ে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল সে। এছাড়া ও তার বিরুদ্ধে সিএমপি থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়। সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।

আরও পড়ুন...

ধর্মীয় সহনশীলতা ও সহাবস্থানের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী।

Al Mamun Sun

ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

Al Mamun Sun

সন্দেহবশত ব্যক্তিকে পিটিয়ে উল্টো মামলায় ফাঁসানোর অভিযোগ!

Al Mamun Sun
bn Bengali
X