25 C
Dhaka
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, | সময় ৫:৫২ পূর্বাহ্ণ

রাবিতে অমর একুশে গ্রন্থ কুটির বইমেলা শুরু চলবে ২২শে ফেব্রুয়ারী পর্যন্ত

স্বজন কুমার রায়,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২২’ শিরোনামে বইমেলা শুরু হয়েছে। রবিবার(২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বই মেলাটি উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত বইমেলা উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মাতিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম প্রমুখ।

উদ্বোধন শেষে অধ্যাপক জুলফিকার মাতিন বক্তব্যে বলেন, মানুষ চিন্তাশীল জীব। চিন্তার উন্মেষের ভিতর দিয়েই আমাদের সমাজ এগিয়ে চলছে। আর এই চিন্তা প্রকাশের অন্যতম মাধ্যম হলো গ্রন্থ বা বই। আমরা বিজ্ঞান থেকে সাহিত্যকে আলাদা করতে পারিনা, অপরদিকে সাহিত্য থেকে বিজ্ঞানকেও আলাদা করতে পারিনা। সাহিত্য আমাদের চেতনার সঙ্গে যুক্ত, আর বিজ্ঞান আমাদের জীবনযাপনের সঙ্গে যুক্ত। 

আরও পড়ুন...

জীবনযুদ্ধে লড়াই করে হেরে গেলেন জবি শিক্ষার্থী উম্মে নিসা

Staff correspondent

জবিতে ৪৯০ আসনের বিপরীতে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের

Al Mamun Sun

স্বজনের নতুন কমিটির সভাপতি ইউনুস, সম্পাদক বকুল

Al Mamun Sun
bn Bengali
X