31 C
Dhaka
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, | সময় ৬:৫৪ অপরাহ্ণ

গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রম বন্ধে মোংলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদককে উকিল নোটিশ পাঠিয়েছে সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক

বিশেষ প্রতিনিধিঃ

প্রেসক্লাবের ভবন সংস্কারের নামে  বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির নিকট থেকে  টাকা সংগ্রহ করে আত্বসাৎ ও অনুমোদন বিহীন বন্দর কতৃপক্ষের জায়গা প্রেসক্লাবের সাইন বোর্ড দিয়ে দখল করে ঘর নির্মান করে  ভাড়া আদায় সহ গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন রেজুলেশন করার অভিযোগে মোংলা প্রেসক্লাবের সভাপতি,সম্পাদক ও ক্যাশিয়ারকে উকিল নোটিশ পাঠিয়েছে প্রেসক্লাবের  সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। গত ২০২১ সালের ২৮ ফেব্রয়ারী   অনুষ্ঠিত মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ২৬ ভোটের মধ্য ১৮ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন মোংলা জসিম উদ্দিন, এবং ১৪ ভোট পেয়ে সাংগঠনিক নির্বাচিত হন রিয়াজুল আলিম। নির্বাচন পরবর্তী মোংলা ক্লাবের ভবন সংস্কারের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির নিকট থেকে বিপুল পরিমান অর্থ আদায় করে সংগঠনের সভাপতি ও সম্পাদক। অথচ প্রেসক্লাবের নামে মোংলায় কোন ভুমি নাই। মোংলা বন্দর কতৃপক্ষের জায়গা জবর দখল করে প্রেসক্লাবের সাইনবের্ড ঝুলিয়ে ভাড়া আদায় করছে সভাপতি/ সম্পাদক। গঠন তন্ত্র মোতাবেক প্রেসক্লাবের নামে থাকা ব্যাংক একাউন্টে  সকল টাকা পয়সা জমা করে খরচ করার বিধান রয়েছে। একই সাথে সাধারন সভা করে সকল সদস্যদের ওইসব হিসাব নিকাশ জানানোও সভা পরবর্তী রেজুলেশনের কপি  সদস্যদের মাঝে বিতরন করার বিধান রয়েছে। কিন্তু মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও সাধারন সম্পাদক আমির হোসেন আমু গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড চালিয়ে নিজেরা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। তাদের ওইসব কর্মকান্ডের বিরুদ্ধে কোন সদস্য প্রতিবাদ করলে ওই সদস্যকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করার হুমকি দেয়া হয়। নিজেদের পক্ষের লোক না হওয়ায় গত ২৮-০২-২০২১ নির্বাচনে আবু হোসাইন পনি নামক এক সদস্য কে ভোটার তালিকায় অন্তুভুক্ত করা হয়নি। এমন পরিস্থীতিতে ক্লাবের আয় ব্যায়ের হিসাব ও ২০২১ সালে নির্বাচন পরবর্তী সময়ের পর বর্তমান পরিষদের করা সকল রেজুলেশনের কপি চেয়ে সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ার বরাবর উকিল নেটিশ পাঠিয়েছেন, কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলিম।গত ১৭ ফেব্রয়ারী  তাদের পক্ষে উকিল নোটিশ প্রেরণ করেন এডভোকেট শহিদুল ইসলাম।নোটিশ দাতাগনের আইনজীবি জানান, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে মোংলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ারকে বলা হয়েছে, আমার মক্কেলগনসহ ক্লাবের সকল সদস্যদের মাঝে লিখিত আকারে হিসাবের কপি ও  সকল রেজুলেশনের কপি  বিতরন করতে বলা হয়েছে। একই সাথে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী সকল কর্মকান্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশে বর্ণিত গঠন তন্ত্রের পরিপন্থী সকল ধারা ও উপধারা অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করিলে আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান, নোটিশ দাতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলিম।

আরও পড়ুন...

ঝিনাইদহে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩

Al Mamun Sun

ভোলাহাটে সংঘর্ষের কারনে ৪ টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত; আহত ৭

Al Mamun Sun

ঠাকুরগাঁও রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Al Mamun Sun
bn Bengali
X