36 C
Dhaka
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, | সময় ৬:৪৪ অপরাহ্ণ

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

আতিকুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। খালি পায়ে হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়। একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক  মনিরা বেগম ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, এরপর একে একে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, মহিলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন। এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর একুশের চেতনা বাস্তবায়নের শপথ নেন সব শ্রেণী পেশার মানুষ। দিবসটি পালন উপলক্ষ্যে প্রশাসন শহীদ মিনারের আশেপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে। 

আরও পড়ুন...

ঝিনাইদহে ইউপি নির্বাচনে আবারও তৃতীয় লিঙ্গের জয়

Al Mamun Sun

ডিজিটাল জন্ম নিবন্ধনে সাল বিভ্রাট বড় ছেলে ছোট করতে দ্বারে দ্বারে ঘুরছেন পিতা!

Al Mamun Sun

নোয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

Al Mamun Sun
bn Bengali
X