30 C
Dhaka
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, | সময় ৭:০১ পূর্বাহ্ণ

রাবি রক্ত সংগঠন বাঁধনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও রক্ত গ্রুপ পরিক্ষা

স্বজন কুমার রায়,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধঞ্জলি অর্পণ করেন। মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র্যালির করার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বাঁধন দ্বিতীয় প্রশাসনিক ভবনের সামনে বিনামূল্যে রক্ত গ্রুপ পরিক্ষার ক্যাম্পেইন করে। এদিন রক্তের গ্রুপ পরিক্ষা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পেইন কার্যক্রম চলে।

সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক অনন্দ কুমার সাহা বলেন, ১৯৫২ সালে এই দিনে আমরা আমাদের মায়ের ভাষার জন্য জীবন দেই। তাই আজকে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েই থেমে থাকা যাবে না। আমরা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি। তাই বাংলা ভাষাকে যথাযথ ব্যবহারে ও শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত আমাদেরকেই করতে হবে। 

এসময় উপস্থিত ছিলে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক অনন্দ কুমার সাহা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কুদরত-ই-জাহান, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকসেদুল হক, বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক নাসিরউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাবি বাঁধন জোন এর সভাপতি শামীম হোসেন, সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাহাত সহ বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন হলের বাঁধন কর্মীরা।

আরও পড়ুন...

রাবিতে সশরীরে পাঠদান বন্ধ ৬ ফ্রেরুয়ারি পর্যন্ত

Al Mamun Sun

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

Al Mamun Sun

রাবি’তে নাইট্রোজেন জাতীয় সারের টেকসই ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

Al Mamun Sun
bn Bengali
X