38 C
Dhaka
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, | সময় ৯:৫৩ অপরাহ্ণ

রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচিতে ২১শে ফেব্রুয়ারি পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  পালিত হয়। এ উপলক্ষে সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয়শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকালে ওই কলেজ মাঠে রাণীশংকৈল সংগীত বিদ্যালযের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাংকন,রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে একই মাঠে ইউএনও  সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,  আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলাকলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে একুশে ফেব্রুয়ারির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। উপস্থাপনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আরও পড়ুন...

জাতীয় যুব সংহতি নোয়াখালী শাখা আহবায়ক খন্দকার নজরুল ইসলাম ও সদস্য সচিব আনোয়ার হোসেন মনু

Al Mamun Sun

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা

Al Mamun Sun

ঝিনাইদহে চা দোকানীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

Al Mamun Sun
bn Bengali
X