38 C
Dhaka
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, | সময় ৮:৩৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূল্যবান মুর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁওয়ে সোমবার ২১ ফেব্রুয়ারি ৫০ বিজিবি’র অভিযানে প্রায় ৫২ দশমিক ৮৭০ কেজি ওজনের ওই কষ্টি পাথরেরর মুর্তিটি উদ্ধার করা হয়েছে।
পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে  মুর্তিটি উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ৫০ বজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান, পিএসসির পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ওই মুর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাকারবারীরা মুর্তি ফেলে পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি বলে তারা জানান। প্রসঙ্গত: ২৫ ডিসেম্বর ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে প্রায় ৬৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্য মানের মোট ৩টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়। এ জাতীয় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন...

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে

Al Mamun Sun

নোয়াখালীতে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

Staff correspondent

ফরিদগঞ্জের ১৩ টি ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Al Mamun Sun
bn Bengali
X